ময়নাগুড়ির নির্যাতিতার মৃত্যু বেদনাদায়ক , পরিবারের সাথে জেলা কংগ্রেস ও সিবিআই তদন্ত দাবি জানালো।

0
243

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:-  ময়নাগুড়ির নির্যাতিতার মৃত্যু বেদনাদায়ক , পরিবারের সাথে জেলা কংগ্রেস ও সিবিআই তদন্ত দাবি জানালো। ইতিমধ্যে সংবাদ মাধ্যমের প্রচারের সমগ্র রাজ্য জেনে গিয়েছে, ময়নাগুড়ির সেই ধর্ষনের চেষ্টা ,শীলতাহানি এবং পরবর্তীতে হত্যার হুমকি পেয়ে আত্মহত্যার  চেষ্টার পথ বেছে নিতে হয়েছিলো যে নাবালিকাটিকে, সোমবার ভোরের সূর্য্যদয়ের আগেই চির বিদায় নিয়েছে এই পৃথিবী থেকে।
এদিন বিকেলে জলপাইগুড়ি জেলা কংগ্রেস দলের সভাপতি পিনাকী সেনগুপ্ত এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্য সরকার এবং শাসক দলের দলদাস পুলিশ প্রশাসনের ঢিলেমি এবং প্রশ্রয়ের ফলেই আজ বিগত কয়েক মাস থেকে ময়নাগুড়ি সহ রাজ্যের কোনায় কোনায় যে ভাবে শিশু থেকে ছাত্রী, তরুণী থেকে মহিলারা প্রীতিনিয়ত আক্রান্ত হচ্ছে ,তা সবাই উপলব্ধি করছে।
যারা এই ঘটনাগুলোর সঙ্গে যুক্ত তাদের ধিক্কার জানাতেও ঘৃণা বোধ করছি,
রাজ্যের এই পরিস্থির দ্রুত পরিবর্তনের দাবিতে আগামী তিরিশে এপ্রিল জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রীতিটি ব্লকে আন্দোলনে নামতে চলেছে কংগ্রেস দল।

বাইট– পিনাকী সেনগুপ্ত,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here