তপ্ত গরমে, রেল কর্মির উদ্যোগে জল বাতাস, জল ছত্র।

0
348

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  মঙ্গলবার নবদ্বীপের এক রেলকর্মীর উদ্যোগে নবদ্বীপ ধাম স্টেশনের নিচে চালু হল ‘জলছত্র’। এখান থেকে তীব্র গরমে ক্লান্ত পথচলতি মানুষজনকে জল-বাতাসা দেওয়া হচ্ছে। মূলত রিক্সা চালক, ভ্যান চালক, বাস, টোটো সহ পথচলতি মানুষজনকে প্রচণ্ড গরমে কিছুটা স্বস্তি দিতেই জল-বাতাসা দেওয়ার উদ্যোগ নিয়েছে বেতাই এর বাসিন্দা নবদ্বীপের রেলকর্মী অভিজিৎ দাস। সঙ্গে ছিলেন সেখানকার স্থানীয় এক টোটো চালক অনন্ত মল্লিক। এই তীব্র রোদে বাস চালক থেকে শুরু করে পথ চলতি ক্লান্ত মানুষের হাতে এদিন একটি করে পানীয় জলের গ্লাস এবং বাতাসা, নকুলদানা তুলে দেন নবদ্বীপের রেলকর্মী অভিজিৎ দাস। গরমের তীব্রতা না কমা পর্যন্ত ক্লান্ত পথচারীদের জল, বাতাসা দেওয়ার কাজ চালিয়ে যাবে বলে জানালেন নবদ্বীপের এই রেলকর্মী অভিজিৎ দাস। রেলকর্মী অভিজিৎ দাস বলেন, সকলকে জলছত্রে আসার আমন্ত্রণ জানান। খুব গরম পড়েছে। তাই আজ, আমি পথচলতি মানুষজনকে কিছুটা স্বস্তি দিতে এই জলছত্র চালু করলাম। যতদিন এই তীব্র গরম থাকবে আমি মানুষকে জল-বাতাসা খাওয়াব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here