খড়গপুর DRM অফিসে ভোট পরবর্তী হিংসার মামলায় হাজিরা কেশপুরের তৃণমূল নেতাদের,ছবি তুলতে বাধা সংবাদমাধ্যমকে, লাঠিপেটা করে বাইরে বের করার নিদান।

0
238

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ভোট-পরবর্তী হিংসার মামলায় সিবিআই এর কাছে হাজিরা দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের দাপুটে তৃণমূল নেতা মোহাম্মদ রফিক । মোহাম্মদ রফিক ছাড়াও বুধবার খড়্গপুরের ডিআরএম বিল্ডিং সিবিআই দপ্তর হাজিরা দিলেন কেশপুরের ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী সহ ১২ জন । এইদিকে খড়গপুর ডিআরএম বিল্ডিংয়ে খবর করতে যায় সাংবাদিকরা সেই সময়ে আরপিএফ এর সিনিয়র ডিএশসী সাংবাদিকদেরকে লাঠিপেটা করে বাইরে বের করার নিদান দেন । রেলওয়ে অফিসার সিনিয়ার ডিভিশনাল সিকিউরিটি কমিশনার বিবেকানন্দ নারায়ন সংবাদমাধ্যমের উপর লাঠিচার্জ করার নিদান দেন। এবং সিবিআইয়ের সিকিউরিটি এক সিআরপিএফ সংবাদমাধ্যমকে ধমক দেয় বলে অভিযোগ সংবাদমাধ্যমের কর্মীদের, যা নিয়ে রীতিমতো নিন্দার ঝড় খড়গপুর শহর জুড়ে। যদিও হাজিরা দিতে এসে দাপুটে তৃণমূল নেতা মোহাম্মদ রফিক বলেন মিথ্যাকে ফাঁসানো হয়েছে তাদের, শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে ওই বিজেপি কর্মীর, যেখানে সাধারন মানুষ জানতে পারল না কি ঘটনা ঘটেছে সেখানে সিবিআই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here