ঝাড়গ্রামের আগুইবনি তে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড করতে গিয়ে অসুস্থ এক ব্যক্তি।

0
377

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:-  প্রচন্ড গরমে ঝাড়গ্রাম ব্লকের আগুইবনি গ্রাম পঞ্চায়েতে বুধবার স্বাস্থ্যসাথীর ক্যাম্পে এসে অসুস্থ হলেন ভোলানাথ মাহাতো নামে এক ব্যাক্তি। তার বাড়ি স্থানীয় শিমলী এলাকায়। আগুইবনী উপস্বাস্থ্য কেন্দ্রে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ওই ঘটনার ফলে স্বাস্থ্য সাথী কার্ড করার জন্য ক্যাম্পে আশা মানুষেরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রচন্ড গরমের মধ্যেও বুধবার ভোর থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন গ্রামবাসীরা স্বাস্থ্য সাথী কার্ড করার জন্য ।যেভাবে গরমের দাপট তাতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। তাই প্রচণ্ড গরমের ফলে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যায়। এই গরমের মধ্যে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড তৈরি করার জন্য তৈরি করাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা শুরু হয়েছে ।প্রচন্ড গরমে ঝাড়গ্রাম ব্লকের আগুইবনি গ্রাম পঞ্চায়েতে স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড তৈরি করতে আসা মানুষদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। তবে ওই ক্যাম্পে এসে অনেকেই গরমে অসুস্থ বোধ করছেন বলে তারা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here