তৃণমূলের উদ্যোগে জলসত্রের আয়োজন দুবরাজপুরে।

0
227

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। ৪২ ডিগ্রী সেলসিয়াসের ওপরে তাপমাত্রা রয়েছে। এই এপ্রিল মাসের শেষ সপ্তাহে বীরভূম জেলায় তাপ প্রবাহ ৪০ ডিগ্রী সেলসিয়াসের ওপরে থাকবে বলে জানা যায়। প্রতিদিন রোদের পারদ চড়ছে। তবে এখনও রোদের দাপট আগের মতোই চড়া আছে। আগামী পাঁচদিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উল্টে গরম হাওয়া, লু বইবে বিভিন্ন জেলায়। তাই আজ বুধবার বীরভূম জেলার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জলসত্রের আয়োজন করা হয় দুবরাজপুর বাস স্ট্যান্ডে। এদিন ১ হাজার মানুষকে জলের বোতল ও ORS প্রদান করা হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি, কাউন্সিলর সাগর কুন্ডু, মানিক মুখার্জি, জেলা কমিটির সদস্য প্রভাত চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন স্বরুপ আচার্য জানান, জেলা নেতৃত্বের নির্দেশেই আমরা আজকে আমরা দুবরাজপুর শহরে জলসত্রের আয়োজন করেছি। আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here