শ্রমিক সংগঠনের নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে।

0
227

আবদুল হাই, বাঁকুড়াঃ শ্রমিক সংগঠনের নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে। আগামী পরশু দিন ডিভিসি শ্রমিক সংগঠনের নির্বাচন। মূলত ডিভিসিতে স্থায়ী কর্মরত শ্রমিকরা এই নির্বাচনে অংশ গ্রহন করে। আজ প্রচারের শেষ দিন। শেষ দিনে ভোট প্রচার ময়দান রীতিমত জমজমাট। ডিভিসি শ্রমিক ইউনিয়ন, ডিভিসি স্টাফ অ্যাসোসিয়েশন, ডিভিসি শ্রমিক সংঘ, ডিভিসি মজদুর ইউনিয়ন একত্রিত হয়ে ছাত চিহ্নের প্রতীকে লড়াই করছে। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কলোনির ভিতর একটি নির্বাচনী মিছিল ও পরে পথ সভা করেন তারা। সেই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বাসুদেব আচারীয়া। এই জনসভা চলাকালীন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত ডিভিসি কামগার সংঘ মঞ্চের কাছাকাছি এলাকায় বাইক রেলি করে প্রচার করলে উত্তেজনা তৈরি হয়। এটা তৃণমূলের অসৌজন্যমূলক রাজনীতি বলে দাবী করেন ডিভিসি শ্রমিক ইউনিয়ন।
অন্যদিকে এমটিপিএস কামগার সংঘের সম্পাদক প্রসেনজিৎ চক্রবর্তী তাদের এই বাইক রেলি শান্তিপূর্ণভাবে করা হয়েছে বলে দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here