ঝাড়গ্রামের দুধকুন্ডি ও গড় শালবনিতে হাতির তান্ডব এলাকা জুড়ে আতঙ্ক।

0
195

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:-  শুক্রবার সকালে জঙ্গলের ভেতর থেকে নয় টি হাতি ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের দুধকুন্ডি এলাকায় বোরো ধান চাষের জমিতে চলে আসে। যার ফলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাতির দল মাঠে গিয়ে বোরো ধান চাষের ব্যাপক ক্ষতি করছে বলে গ্রামবাসীরা জানান। বিষয়টি গ্রামবাসীরা বন দফতর কে জানিয়েছেন ওই এলাকার বাসিন্দারা। বনদপ্তর এর পক্ষ থেকে ওই এলাকায় গিয়ে হাতি গুলিকে স্থানীয় জঙ্গলের দিকে তাড়ানোর চেষ্টা করে । কিন্তু হাতির দল ধান জমি ছেড়ে কোথাও যেতে চাইছে না। যার ফলে সমস্যায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। অপরদিকে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনি গ্রামে খাবারের সন্ধানে দুটি হাতি লোকালয়ে ঢুকে পড়ে। ওই দুটি হাতি লোকালয়ে ঢুকে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দাপিয়ে বেড়ায়। যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। খাবারের সন্ধানে দুটি হাতি রীতিমতো প্রকাশ্য দিবালোকে ওই গ্রামজুড়ে তাণ্ডব চালায়। যার ফলে আতঙ্কিত গ্রামবাসীরা হাতির হামলার আশঙ্কায় বাড়ির দরজা-জানালা বন্ধ করে দেয়। বিষয়টি জানানো হয় বন দফতর কে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা ।প্রায় চার ঘণ্টার চেষ্টায় ওই দুটি হাতি কে গড় শালবনি গ্রাম এর লোকালয় থেকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠায় ।সেই সঙ্গে বনদপ্তর এর কর্মীরা ওই দুটি হাতির উপর নজরদারি শুরু করে। ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাতিকে উত্তপ্ত করতে নিষেধ করা হয়েছে ।যেভাবে প্রতিদিন ওই গ্রামে হাতি ঢুকে পড়ছে তার ফলে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা । কারণ প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা, সেই সময় দিনের বেলায় যদি হাতি এসে গ্রামে তাণ্ডব চালায় তাহলে কিভাবে মানুষ ওই এলাকায় বসবাস করবে । তা নিয়ে তারা চিন্তায় পড়েছেন। বন দফতর কেবলমাত্র সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। যার ফলে গ্রামবাসীরা বন দফতরের উপর ক্ষোভ প্রকাশ করেন। যেভাবে প্রতিদিন গ্রামে ঢুকে পড়েছে তাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন গ্রামবাসীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here