রেলযাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে মেচেদা রেল স্টেশন পরিদর্শনে ভারতীয় PSC কমিটির প্রতিনিধিদল।

0
254

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এবার রেলের যাত্রী সাচ্ছন্দে কথা মাথায় রেখে পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেচেদা রেল স্টেশন পরিদর্শনে ভারতীয় রেলের PSC কমিটির প্রতিনিধি দল। মেচেদা রেল টেশন এর বিভিন্ন প্লাটফর্ম ঘুরে দেখেন এবং যাত্রীদের সুবিধা অসুবিধার কথা শোনেন তারা, যাত্রীদের সঙ্গে কথোপকথন করেন বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে। এই গরমের রেল স্টেশনের পানীয় জলের উপর বিশেষ নজরদারি করেন এই প্রতিনিধি দল। ভারতীয় রেলের PSC কমেটির প্রতিনিধি দলে ছিলেন বিহার থেকে অজয় কুমার যাদব, সুনীল কুমার, উড়িষ্যার দিলীপ মল্লিক, আসাম থেকে বিচিত্রা নারায়ান, পশ্চিমবঙ্গের অভিজিৎ দাস ববি। দিল্লি রেলওয়ে প্ল্যাটফর্ম শহরের বহির্বি ভাগ ঘুরে দেখেন। এই সম্বন্ধে এই কমিটির প্রতিনিধি দলের এক কর্মকর্তা অভিজিৎ দাস বলেন আমাদের সমস্ত রকম দিকে নজর রাখার দায়িত্ব আমাদের, মূলত যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথা রেখেই আমরা বিভিন্ন স্টেশনে পরিদর্শন করি, যাতে কোনো যাত্রীদের অসুবিধা না হয় সেই দিকে আমরা সবসময় নজর রাখার চেষ্টা করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here