নিউ কোচবিহার স্টেশনে পূর্ব রেলওয়ে এনডিআরএফ এর যৌথ উদ্যোগে শুরু হল রুটিনমাফিক মক ড্রিলিং প্রক্রিয়া।

0
227

মনিরুল হক, কোচবিহার: হঠাৎ হঠাৎ খবরের শিরোনামে উঠে আসে রেল দুর্ঘটনার খবর। আর এইসব দুর্ঘটনার পর তড়িঘড়ি প্রয়োজন পরে তৎপরতার সাথে উদ্ধার কাজে ঝাপিয়ে পরার। আর এই উদ্ধারের জন্য প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে নিউ কোচবিহার স্টেশনে পূর্ব রেলওয়ে এনডিআরএফ এর যৌথ উদ্যোগে রুটিনমাফিক মক ড্রিলিং প্রক্রিয়া শুরু হলো। জানা যাচ্ছে নিরাপত্তা বিষয়ক বিশেষ প্রক্রিয়ার কথা মাথায় রেখে এইদিন এই মক ড্রিলিং প্রসেস শুরু করা হয়েছে।
মূলত, এই প্রক্রিয়ায় এনডিআরএফ সঠিকভাবে কাজ করছে কিনা এবং রেলওয়েতে যারা নিরাপত্তাবিষয়ক কাজে রয়েছে তারা সঠিক পন্থা গুলিকে অবলম্বন করছে কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখা হয়েছে এদিন। মক ড্রিলিং প্রক্রিয়ায় নকল দুর্ঘটনা ঘটিয়ে উদ্ধার কার্জ কি করে করা হয় সেটা শেখানো হয়। এছাড়াও, আহতদের ফার্স্টএডের ব্যবস্থা, মুমুর্শদের তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা করা ইত্যাদি বিষয়গুলি নিয়েও এই মক ড্রিলিং প্রসেসে কথা বলা হয়।
এছাড়াও জানানো হয়, পরবর্তী সময়ে রেলের কোথায় কোথায় নিরাপত্তা জোরদার করতে হবে সে বিষয়ে নজর দেওয়া হয় আজকে রেলের প্রক্রিয়ার মাধ্যমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here