বর্তমান রাজ্য সরকারের এগারো তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলো জলপাইগুড়িতে।

0
270

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার জলপাইগুড়িতে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের এগারো বছর পূর্ণ হওয়া উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান উন্নয়নের পথে ১১, শীর্ষক এই অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, সহ সভাধিপতি দুলাল দেবনাথ, জেলা শাসক মৌমিতা গোদারা বসু, পুলিশ সুপার দেবর্ষি দত্ত, প্রাক্তণ জেলা পরিষদের সভাধিপতি নুরজাহান বেগম, জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারীকেরা।
অনুষ্ঠানের শুরুতে অথিতি বরণ করে মঙ্গল প্রদীপ প্রজ্বলিত করা হয়, রাজ্য সরকারের এগারো তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে লোকনৃত্য পরিবেশন ছাড়াও ভাওয়াইয়া সংগীত পরিবেশন করেন জেলার  শিল্পীরা।

অনুষ্ঠান প্রসঙ্গে জেলা শাসক মৌমিতা গোদরা বসু বলেন,আজকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের ১১ বছর পূর্ণ হওয়া উপলক্ষে শুধু জলপাইগুড়ি শহরে এই নয়, জেলার সব গ্রাম পঞ্চায়েত অফিসেও এই দিনটিকে বিশেষ ভাবে উদযাপন করা হচ্ছে, এর পাশাপাশি রাজ্য সরকারের লক্ষি ভান্ডার সহ নানান জনকল্যান মূলক প্রকল্প সম্পর্কে তথ্য জনগণের সামনে তুলে ধরা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here