রামজীবনপুর পৌরসভা দুয়ারে সমাধান প্রকল্পের ক্যাম্প, সুবিধা নিতে ভিড় জমিয়েছেন সাধারণমানুষ।

0
196

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্য সরকারের পড়ার সমাধান প্রকল্প চালু হয়েছে, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের রামজীবনপুর পৌরসভা দুয়ারে সমাধান প্রকল্প শুরু হয়েছে, যেখানে সাধারন মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করবে পৌরসভা, যেমন পানীয় জলের সমস্যা, রাস্তাঘাট এর সমস্যা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বহুমুখী প্রকল্পের সুবিধাও পাওয়া যাবে ক্যাম্প থেকে, তাই সকাল থেকেই ভিড় জমিয়েছে সাধারণমানুষ, এই সম্বন্ধে রামজীবনপুর পৌরসভা চেয়ারম্যানের নাম কল্যাণ তেওয়ারি জানান সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালু করেছে, তাছাড়াও মানুষের বিভিন্ন সমস্যার কথা জানানোর জন্য দুয়ারে সমাধান চালু হয়েছে, সেই কথা মাথায় রেখেই আজকে পৌরসভাতেও এই সুবিধা দিতেই পৌর প্রশাসনের এই উদ্যোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here