দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে আজ অনুষ্ঠিত হলো বিষ্ণুস্মরণ যজ্ঞ ।।

0
412

বীরভূম- সুকান্ত রায়: –বিশ্বশান্তি ও জগৎ কল্যাণের লক্ষ্যে আজ দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম এর সত্যানন্দ মঞ্চে অনুষ্ঠিত হলো “বিষ্ণুস্মরণ যজ্ঞ”। গত সাতদিন ধরে ভাগবত কথা আলোচনা শেষে আজ এই যজ্ঞের সূচনা হয়। সকাল থেকেই এই অনুষ্ঠানে স্বামী সদাত্মানন্দ, স্বামী অশেষানন্দ, স্বামী কৃপানন্দ প্রমুখ মহারাজরা এই বিশ্বকল্যাণ যজ্ঞে অংশ নেন। পূর্ণাহুতির পর চলে ভক্ত সেবা। এদিন রামকৃষ্ণ আশ্রমের অনুরাগী ভক্ত মায়েরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৩ ই মে থেকে এই শ্রী রামকৃষ্ণ আশ্রম এ ভাগবত কথা আলোচনা অনুষ্ঠিত হয়। পাঠে অংশ নেন কোচবিহার জেলার সিতাই শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম এর শীর্ষসেবক স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ।