রক্ত সংকট রক্তের অভাব মেটাতে ‘উৎসর্গ’ প্রকল্পের মাধ্যমে সচেষ্ট জেলা পুলিশ।

0
226

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়াঃ- রক্ত এক এমন জিনিস যা কোন মেশিন দিয়ে তৈরি করা যায় না, মানুষের প্রয়োজনে মানুষকে এগিয়ে আসতে হয় রক্ত দানের মতো মহৎ উদ্দেশ্যে।বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বাঁকুড়া জেলার সব ব্লাড ব্যাংক গুলি কার্যত রক্তশূন্য। ইতিমধ্যেই ইতিমধ্যেই ইতিমধ্যেই জেলাজুড়ে ঘটে গেছে অনেক পথদুর্ঘটনা,রক্তের রক্তের অভাবে প্রান গেছে হয়েছে অনেককে। বর্তমানে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় তাই সচেষ্ট জেলা পুলিশ। আজ বাঁকুড়া সদর থানায় বিনামূল্যে চক্ষুপরীক্ষা শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করা হলো। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিবেক ভার্মা,ডি এস পি ডি এন্ড টি সুপ্রকাশ দাস, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার,ভাইসচেয়ারম্যান হীরন চট্টরাজ,সদর আইসি দেবাশীষ পান্ডা সহ আরো অনেকে। শুধু বাঁকুরা সদর থানায় নয় এর পাশাপাশি মেজিয়া,বেলিয়াতোড়,ইন্দপুরেরও এই শিবিরের আয়োজন করা হয়েছে। জেলা পুলিশের সিভিক এবং অন্যান পুলিশ কর্মীরা এই শিবিরে রক্তদান করেন। আজ সারা জেলাজুড়ে কয়েশো রক্তের ইউনিটের লক্ষমাত্রা রাখা হয়েছে পুলিশের তরফ থেকে। বাঁকুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিকেম ভার্মা জানান, পুলিশের ‘উৎসর্গ’ প্রকল্পের মাধ্যমে আমরা রক্তের চাহিদা মেটানোর চেষ্টা চালাচ্ছি, ভবিষ্যতে আরো চলবে এই উদ্যেগ।জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল স্তরের মানুষজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here