আলাদা জঙ্গলমহল রাজ্যের দাবিতে সরব বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, কেন্দ্রে দরবারের ভাবনা।

0
209

আবদুল হাই, বাঁকুড়াঃ রাজ্যে ২৩ টি জেলা ভেঙে ৪৬ টি জেলা করা হলে কেন আমরা আলাদা জঙ্গলমহল রাজ্য চাইবো না। কলকাতা যেভাবে জঙ্গলমহলকে সবদিক থেকে বঞ্চিত করে চলেছে তাতে আমি জঙ্গলমহল রাজ্যের দাবির পক্ষে সহমত। এ ব্যাপারে আমি কেন্দ্রের কাছে দাবি জানাব। আজ বিজেপির বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এভাবেই রাজ্য ভাগের পক্ষে সওয়াল করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

সৌমিত্র খাঁ এদিন বলেন, আমাদের এলাকার বালি, পাথর নিয়ে কলকাতায় বাবুদের বাড়ি গড়ে তোলা হচ্ছে। আর বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও আসানসোল জেলার স্থানীয় মানুষেরা দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন। বাঁকুড়া, পুরুলিয়ার মানুষেরা চাকরী পাচ্ছে না। এই অবস্থায় রাঢ় বঙ্গকে পশ্চিমবঙ্গের মধ্যে রাখার কোনো মানে হয়না। তাই রাঢ় বাংলাকে আলাদা রাজ্য করার কথা চিন্তা ভাবনা করা প্রয়োজন। সাংসদ সৌমিত্র খাঁ এদিন বলেন বাঁকুড়া, পুরুলিয়া,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও আসানসোলকে নিয়ে আলাদা জঙ্গলমহল রাজ্য গঠিত হলে আমরা এই এলাকার মানুষকে আরো ভালো পরিসেবা দিতে পারব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here