ছেলে মেয়েদের একই লাইনে দাড় করিয়ে গ্রাহক পরিষেবা দেওয়ায় সম্মান হানির অভিযোগ গ্রাহকদের।

0
214

নিজস্ব সংবাদদাতা, মালদা:- জেলা গ্রামোন্নয়ন ভবনের নিচে আধার সেন্টারের লাইনে ঠেলাঠেলি। ছেলে মেয়েদের একই লাইনে দাড় করিয়ে গ্রাহক পরিষেবা দেওয়ায় সম্মান হানির অভিযোগ গ্রাহকদের। মালদা জেলা প্রশাসন ভবনের পাশে গ্রামোন্নয়ন ভবনের নিচে সকাল থেকেই আধার সেন্টার লাইনে গ্রাহকরা সকাল থেকেই ভিড় জমায়। একই লাইনে দাঁড় করানো হয় ছেলে মেয়েদের। মাঝেমধ্যেই ঠেলাঠেলিতে হুড়মুড়িয়ে একে অপরের গায়ে ঠাসাঠাসি অবস্থায় দাঁড়িয়ে থাকতে হয় গ্রাহকদের। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানান গ্রাহকরা। তাদের দাবি প্রত্যেকের মা বোন আছে। এই লাইনে একে অপরকে ধাক্কাধাক্কি গায়ে হাতাহাতি। প্রচন্ড অসম্মানজনক অবস্থা এই আধার পরিষেবার লাইনে। এই ঘটনায় কর্তৃপক্ষকে দায়ী করেছেন গ্রাহকরা। কারণ কর্তৃপক্ষের নির্দেশে ছেলে মেয়েদের একই লাইনে দাঁড় করানো হয়েছে। মাঝেমধ্যেই ঠেলাঠেলি এবং একে অপরের গায়ে হাতাহাতি, এই ঘটনায় সম্মানহানি হচ্ছে গ্রাহকদের মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here