ভগবানগোলা ব্লক ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে চার দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হল ।

0
186

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-  রেল দফতরের পক্ষ থেকে কিছুদিন আগে ভগবানগোলা স্টেশন এর পাশে রেলের জমিতে বসবাসকারী পরিবার কে রেলের জমি খালি করার নোটিশ দেওয়া হয় । আজ মঙ্গলবার উচ্ছেদ নয় পূনর্বাসনের দাবিতে ভগবানগোলা রানিতলা নাগরিক মঞ্চ ও ভাঙনপাড়া পুনর্বাসন কমিটির পক্ষ থেকে ভগবানগোলার স্বপনগড় মোড়ে অবস্থান-বিক্ষোভ ভগবানগোলা ব্লক ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে চার দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হল । দাবিগুলো হলো ১) যথাযথ পুনর্বাসন না দিয়ে রেল কলোনিতে বসবাসকারী কোনো পরিবার কে উচ্ছেদ করা যাবে না ।

২) ১৬০ ও ১৬১ নম্বর রেল গেটের আন্ডার পাশের নির্মাণ সম্পূর্ণ হলেও রেল গেট বন্ধ করা যাবে না।

৩) সাধারণ মানুষের স্বার্থে ১৬২ ও ১৬৩ নম্বর রেল গেট বন্ধ করা যাবে না ।

৪ ) রেল কলোনি উচ্ছেদে বিডিও অফিস এর তরফ থেকে রেল দপ্তরকে নতুন করে কোনো NOC দেওয়া যাবে না ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here