কেশপুরের মহবনীতে রক্তদান শিবির এবং পারুলিয়া এলাকায় সংযোগ ও সমাধানে যোগ দিলেন জেলা পুলিশ সুপার।

0
331

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে এবার এগিয়ে এলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ, বুধবার কেশপুরের মহবনী শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম ভিটেতে আনন্দপুর থানার পুলিশের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, জানা গিয়েছে এই রক্তদান শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করতে পারবেন, এই দিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা, এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার সহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, এই দিন রক্ত দানের পাশাপাশি বস্ত্র বিতরণ করা হয়, পাশাপাশি মহবনী এলাকায়,অন্যদিকে এলাকার যুবকদের শারীরিক দিক নজর রেখে উদ্বোধন করা হয়,এর পরেই সেখান থেকে পারুলিয়া এলাকায় সংযোগ ও সমাধান পর্বে হাজির হলেন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার, মূলত সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করার লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে জেলা পুলিশ, এবার এলাকার মানুষের যেসব অভাব-অভিযোগ এখনো পর্যন্ত থানায় পড়ে রয়েছে সেইসব অভাব-অভিযোগ সমাধান করা হবে এই সংযোগ ও সমাধানের মধ্য দিয়ে। এই দিন পুলিশ সুপার দিনেশ কুমার বলেন সারা জেলাজুড়ে একাধিক কর্মসূচি করা হচ্ছে পুলিশের তরফ থেকে, আগামী দিনে এই সিমে ৫০ জনের বেশি যোগ হলে আরো ডেভলপ করা হবে এই জিম টিকে, তবে এক কথায় বলা যেতে পারে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করার জন্য একাধিক কর্মসূচিতে লিপ্ত হয়েছে জেলা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here