বাঁকুড়ার শালতোড়া ব্লকের আদিবাসী অধ্যুষিত গ্রামে ভ্রাম্যমাণ দুয়ারে সরকার।

0
250

সুদীপ সেন, বাঁকুড়া:-  ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্প রাজ্য সরকারের উন্নত মানসিকতার একটি প্রকৃষ্ট উদাহরণ।
যেসব এলাকা দুর্গম বা দূরবর্তী হওয়ার কারণে জনগন দুয়ারে সরকার ক্যাম্পে এসে বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা নিতে পারছেন না তাঁদের কাছে এই সুবিধা নিয়ে ,তাদের গ্রামে বা বাড়ির দোর গোড়ায় পৌঁছে যাচ্ছেন সরকারী আধিকারিক গণ।

এইরকম ই একটি ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্প ২৫ ই মে অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের তিলুড়ী গ্রাম পঞ্চায়েতের অধীন ভাদাস পুর গ্রামে।

গ্রামটি আদিবাসী অধ্যুষিত।
এর চারপাশের কয়েকটি গ্রাম ও আদিবাসীদের ।

ফলে এই ভ্রাম্যমাণ ক্যাম্পে যথেষ্ট বেশি সংখ্যক মানুষ এসে উপস্থিত হন বিভিন্ন পরিষেবার জন্য।

এই ক্যাম্পে উপস্থিত ছিলেন শালতোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ, শালতোড়া ব্লকের জয়েন্ট বিডিও মিলন মালাকার , পিডিও বিথুন সামন্ত এবং তিলুড়ী গ্রাম পঞ্চায়েতের আধিকারিক হরপ্রসাদ দাঁ ও ব্লকের আধিকারিক গণ।

সভাপতি, জয়েন্ট বিডিও, পিডিও সাহেব এবং অন্য আধিকারিক গণ ওই ক্যাম্পেই লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, কাস্ট সার্টিফিকেট এর বিভিন্ন সমস্যার সমাধান করেন।

এই ক্যাম্প ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here