মাটির সৃষ্টি প্রকল্পে লাগানো ৫ হাজার গাছ চুরির ঘটনা চাঞ্চল্য চন্দ্রকোনায়,অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ।

0
272

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  মাটির সৃষ্টি প্রকল্পে লাগানো ৫ হাজার গাছ চুরির ঘটনা চাঞ্চল্য,অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ, আকাশমনী ছাড়াও আম,জাম,কাঁঠালের মতো একাধিক ফলের গাছও ছিল। অভিযোগ রাতের অন্ধকারের পাশাপাশি দিনের আলোতেই লাগাতার একের পর এক গাছ কাটা হয়েছে। আজ প্রর্যন্ত দেখা যাচ্ছে গাছ কাটার সংখ্যাটা কমকরে হলেও ৫ হাজার ছাড়াবে।
রাজ্য সরকারের মাটি সৃষ্টি প্রকল্পে লাগানো গাছ তাও আবার সরকারি জায়গাতেই। জানা যাচ্ছে বছর চারেক আগে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েতের কুলদহ গ্রামে ১০ বিঘা সরকারি জমির ওপর ৩০ হাজার গাছ লাগানো হয় মাটি সৃষ্টি প্রকল্পে। আকাশমনী,শিরিশের পাশাপাশি আম,জাম কাঁঠালের মতো ফলের গাছও ছিল। গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে কেউ বা কারা একের পর এক গাছ দিনে ও রাতে কেটে নিয়ে যাচ্ছে। বর্তমানে কাটা গাছের সংখ্যাটা ৫ হাজার ছাড়িয়েছে। কারও মদত না থাকলে এভাবে সরকারি প্রকল্পের গাছ কেটে নিয়ে যাওয়া এতটাইকি সহজ? তবে নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি। চন্দ্রকোনা থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। এখন দেখার এই ঘটনায় আদৌও দোষীরা পুলিশের ঘেরাটোপে আসেকিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here