রাজ্য কিক বক্সিং প্রতিযোগিতায় জেলার ঝুলিতে ৭টি সোনার পদক,৮টি রুপো এবং ১১ টি ব্রোঞ্জের পদক,খুশি জেলাবাসী।

0
406

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  আত্মরক্ষা ও শরীর মজবুত রাখতে কিক বক্সিং একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাজ্যস্তরে জেলার মুখ উজ্জ্বল করলো প্রতিযোগিরা। গত ২০ মে থেকে ২২ মে পর্যন্ত দূর্গাপুরের সিধুকানু স্টেডিয়ামে WAKO ইন্ডিয়া কিকবক্সিং ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় রাজ্য কিকবক্সিং প্রতিযোগিতা।
পূর্ব মেদিনীপুর জেলার ৫০ জন প্রতিযোগীর মধ্যে ২৪ জন প্রতিযোগী রাজ্যস্তরে খেলার ছাড়পত্র পেয়েছিলো। পূর্ব মেদিনীপুর স্পোর্টস কিকবক্সিং এসোসিয়েশনের প্রশিক্ষকরা এই বাছাইপর্ব করে রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাঠায়। ২৪ জন প্রতিযোগির মধ্যে ২৩ জন পদক অর্জন করে। যার মধ্যে সোনা পেয়েছে ৭ জন, রুপো ৮ জন বাকিরা ব্রোঞ্জ পদক। গত সোমবার দুপুরে প্রতিযোগিরা বাড়ি ফেরেন। এক সাথে এতোগুলো পদক পাওয়ায় খুশি এলাকার মানুষ থেকে অভিভাবকরা। এই দিন প্রতিযোগি ও প্রশিক্ষক বিধান জানাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। জয়ের পর উচ্ছাসে ফেটে পড়েন প্রতিযোগি, অভিভাবক থেকে স্থানীয় মানুষজন। প্রশিক্ষক তথা পি এম এস কে এ এর সেক্রেটারি বিধান জানা জানান, জেলার inter-club প্রতিযোগিতা যারা সুযোগ পেয়েছিল তাদের মধ্যে থেকেই ৫০ জন প্রতিযোগীদের নিয়ে বাছাই করা হয়। ২৪ জন প্রতিযোগী রাজ্যস্তরে খেলার সুযোগ পেয়েছিলো। তাদের মধ্যে ২৩ জন পদক অর্জন করেছে, যার মধ্যে সোনা ৭, রুপো ৮ এবং বাকিরা ব্রোঞ্জ পেয়েছে। খুব ভালো লাগছে। আগামী মাসে কলকাতায় জাতীয় স্তরের প্রতিযোগিতা রয়েছে। সেই প্রতিযোগিতায় জেলার সোনা ও রুপো পদক প্রাপ্তরা অংশগ্রহণের সুযোগ পাবে। হাতে সময় কম। জাতীয় স্তরে সকলে সোনা পেয়ে যাতে আন্তর্জাতিক স্তরের খেলায় অংশগ্রহন করতে পারে তার জন্য এখন থেকে আমরা প্রশিক্ষণ শুরু করে দিয়েছি। জেলার প্রতিযোগিরা সোনা, রুপো ও ব্রোঞ্জ পদক পাওয়ায় খুশি প্রতিযোগি থেকে অভিভাবক সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here