খড়্গপুরের মানুষের পানীয় জলের সমস্যার সমাধানের জন্য সহযোগিতার হাত বাড়াল রেশমি মেটালিকস।

0
230

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পশ্চিম মেদিনীপুর খড়গপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দিঘিপার আদিবাসী পাড়ার মানুষজন দের পানীয় জলের সমস্যা ছিল দীর্ঘদিনের, পানীয় জলের জন্য এক কিলোমিটার দূরে যেতে হতো গ্রামবাসীদের। অবশেষে সেই সমস্যার সমাধান,রেশমি মেটালিকস সোশল রেস্পন্সিবিলিটি ফান্ডে বৃহস্পতিবার দিঘিপার আদিবাসী পাড়ায় একটি হ্যান্ড টিউব ওয়েল উদ্বোধন করেন খড়্গপুর মহকুমা শাসক দিলীপ মিশ্র।
তিনি বলেন এই পাড়া পুরসভার অন্তর্গত হলেও একটি বিচ্ছিন্ন এলাকা। এখানে রাস্তা, পানীয় জল, বিদ্যুতের সমস্যা আছে। তিনি সমস্যার কথা তাকে জানাতে বলেন। তিনি প্রতিশ্রুতি দেন সমস্যা সমাধানের চেষ্টা করবেন। মহকুমা শাসক আরো বলেন খড়গপুর একটি শিল্প এলাকা বহু শিল্প এখানে আছে। সেইসব সংস্থা তাদের লভ্যাংশ এলাকার উন্নয়নে কাজে লাগাগ এটাই চাই। এছাড়া উপস্থিত ছিলেন খড়্গপুরের পুরপ্রধান প্রদীপ সরকার। রেশমি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর অভিজিৎ রায়। জেনারেল ম্যানেজার ভাস্কর চৌধুরী সহ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here