দুবরাজপুর মাদ্রাসায় উদ্বোধন হলো ” দুবরাজপুর মাদ্রাসা সিরাজুল উলুম ওয়েলফেয়ার ট্রাস্ট ও মিশকাত শরিফ ক্লাস পর্যন্ত ” ।

0
587

আবদুল হাই, বাঁকুড়াঃ মানবিকতার এক অনন্য নজির গরল বাঁকুড়ার সোনামুখী ব্লকের দুবরাজপুর মাদ্রাসা কর্তৃপক্ষ । বুধবার মাদ্রাসায় শুভ উদ্বোধন হল ” দুবরাজপুর মাদ্রাসা সিরাজুল উলুম ওয়েলফেয়ার ট্রাস্ট ও মিশকাত শরিফ ক্লাস পর্যন্ত ” । কেরাত পাঠ ও নাথ দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় । এই উদ্বোধন উপলক্ষে এলাকার অসহায় দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী প্রদান করা হলো এবং দুবরাজপুর মাদ্রাসার ছাত্রদের পুস্তক বিতরণ করা হলো । দুবরাজপুর মাদ্রাসা কর্তৃপক্ষ সারা বছর বিভিন্ন ধরনের সামাজিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকেন এবং এই মাদ্রাসায় দুস্ত ছেলেদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলা হয় । 1983 সাল থেকে আধুনিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছেন দুবরাজপুর মাদ্রাসা কর্তৃপক্ষ । এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আহাসান উল্লা , সেক্রেটারি হায়দার আলী , দুবরাজপুর মাদ্রাসার ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান লুৎফর রহমান , সভাপতি মোমিন মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা ।

দুবরাজপুর মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আহাসান উল্লা , দুবরাজপুর মাদ্রাসার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মোমিন মন্ডলরা জানান , দুবরাজপুর মাদ্রাসা ওয়েলফেয়ার ট্রাস্ট আগামী দিনে আরও ভালো কাজ করবে ও ছাত্রদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here