ঝাড়গ্রাম শহরের শ্রীরামপুর এলাকায় এক বৃদ্ধকে খুনের অভিযোগে দুই জনকে গ্রেফতার করল পুলিশ।

0
283

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- গত ২৭ এ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম পৌরসভা নির্বাচনের দিন গভীর রাতে ঝাড়গ্রাম পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর এলাকায় প্রমথ গায়েন নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে খুন করে বলে অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঝাড়গ্রাম পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণ হওয়া সত্বেও ওই খুনের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় উত্তেজনা সেই সময় ছড়িয়ে পড়ে। ঝাড়্গ্রাম থানার পুলিশ দোষীদের গ্রেপ্তার করা হবে বলে ওই এলাকার বাসিন্দাদের আশ্বাস দেন । ঝাড়গ্রাম থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের পর ওই ঘটনার তদন্ত শুরু করে। অবশেষে ওই বৃদ্ধকে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে শ্রীরামপুর এলাকার বাসিন্দা অসিত দাস ও মঞ্জু দোলই কে ঝাড়্গ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করে। ওই দুই জনকে খুনের ঘটনায় গ্রেপ্তার করায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । শুক্রবার ধৃত দুই জনকে ঝাড়গ্রাম আদালতে তোলে পুলিশ । ঝাড়গ্রাম আদালতে ধৃত দুইজনকে সাত দিন পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায়। ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আদালতে দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর দুইজনকে 5 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। দুই জনকে নিজেদের হেফাজতে নিয়ে ঝাড়্গ্রাম থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে তারা কেন ওই বৃদ্ধাকে নৃশংসভাবে খুন করেছিল তাদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here