পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে নারায়ণগড় থানার সহযোগিতায় খড়গপুর ব্লাড ব্যাংকের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল।

0
352

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে নারায়ণগড় থানার সহযোগিতায় খড়গপুর ব্লাড ব্যাংকের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল। নারায়ণগড় থানা এলাকার পথসাথিতে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসর্গ কর্মসূচির অঙ্গ হিসাবে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।মূলত গ্রীষ্মকালীন রক্তের চাহিদা ও ব্লাড ব্যাঙ্কগুলির রক্তশূন্যতা দূর করতে এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।এদিনের এই রক্তদান শিবিরে থানার পুলিশকর্মী সিভিক সহ মোট পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা গেছে।রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক ও একটি চারাগাছ তুলে দেওয়া হয়।সেগুলি তুলে দেন নারায়ণগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক আনিসুর রহমান ও খড়্গপুর সদরের সার্কেল ইন্সপেক্টর অতীন্দ্রনাথ দত্ত সহ অন্যান্য আধিকারিকরা। পুলিশের বিভিন্ন রকম সামাজিক কর্মসূচির মধ্যে এই রক্তদান শিবিরেও যে আলাদা মাত্রা যোগ করেছে তা বলাই বাহুল্য বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here