মুষলধারে বৃষ্টিতে সুখানী নদীর জল বেড়ে গিয়ে সুখানী সেতুর একাংশ ভেঙ্গে শনিবার সকাল থেকে মনমোহন ধুরার সাথে নাগরাকাটার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল।

0
171

জলপাইগুড়ি-নাগরাকাটা, নিজস্ব সংবাদদাতাঃ-
শুক্রবার রাতভর মুষলধারে বৃষ্টিতে সুখানী নদীর জল বেড়ে গিয়ে সুখানী সেতুর একাংশ ভেঙ্গে শনিবার সকাল থেকে মনমোহন ধুরার সাথে নাগরাকাটার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। এঘটনায় ব্যপক ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকা বাসীর মধ্যে। প্রসঙ্গত গত পাচ বছর আগেই বন্যায় এই সেতুর একাংশ ভেঙ্গে যায়। এরপর প্রতিবছর অস্থায়ী ভাবে মেরামত করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু বর্ষার মরশুম এলেই এই সেতুর একাংশ ভেঙ্গে যায়। প্রায় তিন চার মাস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকাটি। এদিনও একইভাবে সেতুর একাংশ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। প্রতিবছর বর্ষার আসলেই এই একই ছবি উঠে আসে এই এলাকায়। নাগরাকাটা বিডিও অফিস থেকে একদম ঢিলছোড়া দূরত্বে অবস্থিত এই সুখানি সেতু। তারপর ও প্রশাসনের নজরে আসে না এই এলাকার সমস্যার কথা। মনমোহন থুরা এলাকার বাসিন্দাদের সবথেকে বেশি সমস্যা কেননা হাসপাতাল থেকে শুরু করে থানা সরকারি অফিস এমনকি স্কুল কলেজ যেতে হলে তাদের প্রত্যেককেই এই শালী নদী পার করে যেতে হয়। বর্ষাকালে এই নদী যে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে তা সকলেরই জানা। শাসক দলের নেতা থেকে শুরু করে প্রত্যেকেই চাইছেন যে এই সেতু পাকাপাকিভাবে বানানো হোক। নয়তো প্রতি বছর বর্ষায় এই একই সমস্যায় পড়তে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here