দীর্ঘ প্রতীক্ষার অবসান, জলপাইগুড়ি টাউন স্টেশন ছুঁয়ে বাংলাদেশ ছুটে গেলো মিতালি এক্সপ্রেস, স্টপেজের দাবী জানালো নাগরিক মঞ্চ।

0
1353

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- বুধবার সকাল দশটা অন্যান্য দিনের তুলনায় জলপাইগুড়ি টাউন স্টেশনের দুপাশে উৎসাহী জনতার ভিড়।
কারণ দীর্ঘ কয়েক দশক পর জলপাইগুড়ির মাটি ছুঁয়ে রেল যাত্রা করবে প্রতিবেশি দেশ বাংলাদেশের উদ্দেশ্যে।
স্টেশনের দু নম্বর লাইন থেকে সাধারণ মানুষকে দূরে সরে থাকার বার্তা দেওয়া হলো, এরপরেই আনুমানিক ঘন্টায় ৯০কিলোমিটার বেগে ছুটে গেলো সুসজ্জিত মিতালি এক্সপ্রেস।
যদিও এই ঐতিহ্যবাহী টাউন স্টেশনে স্টপেজ নেই।
আর এই স্টোপেজের দাবিতে যাত্রা শুরুর দিন দাবী জানালো জলপাইগুড়ি নাগরিক মঞ্চ।
এই প্রসঙ্গে গোবিন্দ রায়, জানান, এক সময় ট্রেনে চড়ে নেতাজি সুভাষ চন্দ্র বসু নেমে ছিলেন এই স্টেশনে, আমরা মিতালি এক্সপ্রেস ট্রেনের শুভকামনা করার পাশাপাশি ভারত বাংলাদেশের মধ্যে আজ থেকে শুরু হওয়া এই ট্রেনের স্টোপেজ দাবী করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here