শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে মিড-ডে মিল কর্মীদের আহ্বান।

0
374

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আগামী ১২-ই জুন ২০২২ শান্তিপুরের পাবলিক লাইব্রেরী হলে মিড-ডে মিল সহায়িকা সমিতি Association of Mid-day Meal Assistants (AMMA) তাদের প্রথম সম্মেলন করতে চলেছেন। আর এই উপলক্ষে আজ তারা এক সাংবাদিক সম্মেলনে জানান, আমরা ২০০৪ সাল থেকে স্কুলে স্কুলে রান্নার কাজ করছি। শুধু রান্না নয়, বাচ্চাদের খাইয়ে বাসন ধুয়ে স্কুলের চেয়ার বেঞ্চ পরিষ্কার করা টুকটাক ফাইফরমাশ খাটা, এসবের বিনিময়ে আমরা বেতন পাই মাত্র ১৫০০/- টাকা, তাও আবার ১২ মাসের মধ্যে ১০ মাস বেতন। কারণ দু-মাস স্কুল বন্ধ থাকে। অঙ্গনওয়াড়িতে রান্না করা দিদিদের মজুরির অর্ধেকেরও কম আমাদের মজুরি। আমাদের নিয়োগ রাজনৈতিক নেতাদের ওপর নির্ভরশীল। সরকারের ঠিক করা সর্বনিম্ন মজুরির ১২ ভাগের ১ ভাগেরও কম টাকায় কাজ করিয়ে নিচ্ছে আমাদেরকে দিয়ে। তাই আমরা দাবি করছি, সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি, মাতৃত্বকালীন ছুটি, বারো মাসের মজুরি, বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের অর্থবরাদ্দ।
আমাদের আহ্বান আগামী ১২ জুন শান্তিপুর পাবলিক লাইব্রেরী হলে আম্মার প্রথম সন্মেলন সফল করতে আমাদের পাশে থাকুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here