সপ্তম স্থান পেয়ে জয়নগরের অপূর্ব হতে চায় চিকিৎসক হতে চায়।

0
253

সুভাষ চন্দ্র দাশ, জয়নগর:-  বাবা ফাল্গুনী নস্কর পেশায় সামান্য একজন বীমাকর্মী। সেই উপার্জনের ওপর ভর করেই ছোট থেকেই পড়াশোনা করে বড় হওয়ার স্বপ্ন দেখে আসছে জয়নগর থানা এলাকার মজিলপুর জে এম ট্রেনিং স্কুলের মেধাবী ছাত্র অপূর্ব নস্কর। ছেলে ভালো ফলাফল করতে পারে সেই কারণেই বাবা ও মা দু’জনেই বরাবরই আশাবাদী ছিলেন। সেই অবস্থায় শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার পরই জানা যায় যে অপূর্ব ভালো ফল করেছে এবং মেধা তালিকার মধ্যে সপ্তম স্থান করে অধিকার করেছে। স্বাভাবিক কারণেই খুশি নস্কর পরিবার। অপূর্বর মাধ্যমিকের ফলাফলের তার প্রাপ্ত প্রাপ্ত নম্বর হলো ৬৮৭। স্বাভাবিক কারণেই ছেলের পরিশ্রমের পর সার্থকতা মেলায় দারুন উৎফুল্ল নস্কর দম্পতি। এদিকে কৃতি ছাত্র অপূর্ব জানিয়েছে সে আগামী দিনে চিকিৎসক হতে চায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here