সমস্যা খতিয়ে দেখতে শুক্রবার ৩ নম্বর গুমটি এলাকা পরিদর্শন করেন এনজেপি-র এডিআরএম সঞ্জয় শি।

0
184

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি শহরের ব‍্যস্ত‌তম ৩ নম্বর রেল গুমটির যানজট সমস্যা দূর করতে দীর্ঘদিন ধরেই এখানে ওভার‌ব্রীজ তৈরির দাবি রয়েছে। এই সমস্যা খতিয়ে দেখতে শুক্রবার ৩ নম্বর গুমটি এলাকা পরিদর্শন করেন এনজেপি-র
এডিআরএম সঞ্জয় শি।

তাঁর সঙ্গে ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়।

এনজেপি-র এডিআরএম সঞ্জয় শি বলেন,
ঘন বসতিপূর্ণ এই এলাকায় ওভারব্রিজ তৈরি করতে গেলে অনেক সমস্যা রয়েছে। তাই বিকল্প কোন‌ও ব‍্যবস্থা নিয়ে ভাবা হচ্ছে।

সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায় বলেন, ভারত-বাংলাদেশ রেলপথে ট্রেন চলাচল শুরু হ‌ওয়ায় জলপাইগুড়ি শহরের ১, ৩ ও ৪ নম্বর গুমটিতে যানজট সমস্যা আর‌ও বাড়তে পারে। এজন্য ওভার‌ব্রিজ সহ বিকল্প কি ব‍্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখতেই এনজেপি-র এডিআরএম-কে নিয়ে এই পরিদর্শন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here