এ যেন বাড়ির ছাদেই এক টুকরো বাগান।

0
4633

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-  সিঁড়ি বেয়ে ছাদে উঠে ই মনে হতে পারে যেন কোনো বাগানে এসে পড়লাম না তো ! হ্যা এমন ছবিই চোখে পড়ল রাণীনগরে শেখপাড়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের বাড়ির ছাদে। সিরাজুল বাবু জানান বাড়ির ছাদে তিনি আনারস,তরমুজ,মিষ্টি কুমড়ো, সবেদার মত ফল ছাড়াও তরমুজ,ড্রাগন ফ্রুট,এরাবিয়ান খেজুর,চাইনিজ চেরি ইত্যাদি ভিন্ন প্রকৃতির ফলের গাছ লাগিয়েছেন এবং তা থেকে রীতিমত ফলও ধরেছে বলে জানান তিনি।

প্রথমের দিকে অনেক বাধা পেরিয়ে আজ তিনি ভিন্ন ধারার ফলের গাছ লাগাতে ও তার ফল পেতে সক্ষম হয়েছেন তিনি।
একই ছাদে এত ভিন্ন ধারার ফল ও ফুল চাষের জন্য ইতিমধ্যেই তিনি স্থানীয়দের কাছে আকর্ষণের বিষয়। অনেকেই সেসব গাছ ও তা পালনের রীতিনীতি জানতে আসেন তার কাছে।
তিনি জানান,সরকার মারফত যদি কোনো প্রকার সাহায্য মেলে তবে অল্প জায়গায় কীভাবে ভিন্ন ধারার চাষ করা যায় সে বিষয়ে অনেকটাই অন্যদের উপকৃত করতে পারবেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here