তিস্তা নদীতে ধরা পরলো বিশাল আকারের , বাঘাআড়  মাছ।

0
1940

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- তিস্তায় ধরা পড়লো ৮০ কিলো ওজনের বাঘাআড়  মাছ। কাঁধে করে বাজারে নিয়ে আসতে হিমসিম খেলো সকলে। জামাই ষষ্ঠীর মুখে একটি মাছ বিক্রি করে প্রায় ৪০০০০/- ঘরে তুল্লো জেলারা।

জানা গেছে ময়নাগুড়ি দোমহনী এলাকার বাসিন্দা বাসু দাস ও ভীম দাস গতকাল রাতে তিস্তা নদীর রেল ব্রিজ পিলারের কাছে জাল দিয়ে মাছ ধরতে যায়।

আচমকাই তাদের জালে কোনো ভাবে আটকে যায় এই বিশালাকৃতির বাঘা আর মাছটি। কিন্তু গভীর রাত হয়ে যাওয়ায় তারা আর মাছটিকে ডাঙায় তুলতে পারেনি। এরপর তারা মাছটিকে জালে পেঁচিয়ে পিলারে বেঁধে রেখে আসেন।

শনিবার দিনের আলো ফুটলে তারা ফের চলে যান রেল পিলারে। এরপর প্রায় দু ঘন্টার চেষ্টায় মাছটিকে ডাঙায় তুলে বাঁশে বেধে ঘাড়ে করে ময়নাগুড়ির পাইকারী মাছ বাজারে নিয়ে গেলে সেখানে ৫০০/- কিলো দড়ে মাছটি নিলাম হয়ে যায়।

তিস্তা নদীতে মাঝেমধ্যে ধরা পরে বাঘা আর মাছ। সেগুলির সাইজ কমবেশি ২৫ থেকে ৩০ কিলোর মধ্যেই থাকে। অত্যন্ত সুস্বাদু এই মাছটির বাজারে চাহিদা প্রচুর। তবে এত বড় সাইজের বাঘা আর সাধারনত বছরে দু চারটির বেশি ধরা পড়তে দেখা যায়না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here