নবান্ন অভিযান টেট পরীক্ষায় পাস প্রার্থীরা চাকরির দাবিতে।

0
681

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : নবান্ন অভিযান টেট পরীক্ষায় পাস প্রার্থীরা চাকরির দাবিতে। টেট পরীক্ষাই পাস চাকরি প্রার্থীরা আজ নবান্ন অভিযান করেন। তারা আগাম প্রশাসনকে জানিয়ে দিয়েছিলেন যে আজকে নবান্ন অভিযান করবেন সেই নিয়ে সকাল থেকে গোটা হাওড়া এলাকায় নবান্নের আশে পাশে সব জায়গায় কড়া নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছিল।
তবে কিছু সংখক সদ্য চাকরি প্রার্থীরা সাঁতরাগাছি স্টেশন এ ট্রেন থেকে নেমে নবান্নের উদ্দেশে রওনা দিলে জগাচা থানার পুলিশ তাদের আটকায়। এবং প্রায় বারো জনকে আটক করে। এবং তার পাশাপাশি সদ্য চাকরি প্রার্থীরা প্রায় একশর বেশি নবান্ন একবারে পাশে এসে পৌঁছে যান সেখানে পুলিশ তাদেরকে দেখতে পেয়ে বাধা দেয়।আঁটকে দায় ও সেখানে তাদের বেশ কিছুক্ষণ পুলিশ প্রশাসনের সঙ্গে কথা কাটাকাটি হয় এরপর তাদেরকে আটক করে তুলে নিয়ে যাওয়া হয়। প্রশ্ন উঠছে সকাল থেকে গোটা হাওড়া সহ নবান্ন আশেপাশে কড়া নিরাপত্তায় থাকার শর্ত কিভাবে তারা একেবারে নবান্নর পাশে এসে পৌঁছে যান তা টেট পরীক্ষা পাস করার পর এখনো চাকরি পাননি তাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল যে তারা চাকরি পাবেন এই নিয়ে তারা কয়েকবার লিখিতভাবে বেশ কয়েকজনকে জানানো হয়েছিল। কোনো রকম লাভ না হওয়াতে আজ নবান্ন অভিযান কর্মসূচি বেছে নেয় তারা।