শিশু শ্রম আর নয়।

0
337

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- শ্রমিক দিবসে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সিনি ও ব্লক প্রশাসন,থানা যৌথ উদ্যোগে শিশু শ্রমিক দিবস পালিত করা হয় । কালিয়াগঞ্জ গোটা ব্লক জুড়ে ট্যাবলোর মাধ্যমে মাইকিং লিফট লেট দিয়ে জনগণ এর মধ্যে শিশু শ্রমিক যেনো না হয় সে বিষয়ে সচেতন করা হয়।শিশু শ্রমিক এর আইন গুলি কি কি আছে বলা হয়।শিশুদের পায় সই বিভিন্ন দোকানে শ্রম করতে দেখা যায় বিভিন্ন দোকানদারদের কেউ বোঝানো হয় শিশুরা আগামী দিনের দেশের ভবিষ্যৎ তাদেরকে এই ভাবেই কিছু অর্থের বিনিময় তাদের ভবিষ্যৎ যেন নষ্ট না করে। শ্রমিক দিবসে সারা কালিয়াগঞ্জ শহরজুড়ে ট্যাবলোর মাধ্যমে মাইকিং এবং লিফলেট দিয়ে জনগণের মধ্যে প্রচার করা হয় যাতে শিশুদের যেন শ্রমিক করে রাখা না হয়। প্রশাসন মহলে সাধারণত আমরা চোখে দেখতে পাই চোর গুন্ডা বদমাশ দের কে ধরে নিয়ে জেলে পোরা। কিন্তু শ্রমিক দিবসে প্রশাসনের পক্ষ থেকে এক আলাদাই চিত্র তুলে ধরলেন সমাজের মধ্যে। শিশু শ্রম আর নয়।
উপস্থিত ছিলেন বিপুল দাস মানসী সরকার চৌধুরী,দেবব্রত ঘটক, পিএসআই রঞ্জিত মন্ডল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here