ছাত্রাবাস থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মাথাভাঙ্গায়।

0
321

মনিরুল হক, কোচবিহারঃ ছাত্রাবাস থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মাথাভাঙ্গায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা শহরের কেন্দ্রীয় ছাত্রাবাসে।জানা গেছে, মৃত ওই ছাত্রের নাম প্রশান্ত বর্মণ।ওই ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রশান্তের মৃত্যুতে ছাত্রাবাসের অন্যান্য ছাত্ররা আতঙ্কে রয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, প্রশান্ত বর্মণ ওই কেন্দ্রীয় ছাত্রাবাসের মেস-ইনচার্জ ছিল।সে প্রতিদিন সকালে মেসের হেড কাউন্টিং করে।কিন্তু আজ সকালে সে উঠেনি। অন্যান্য ছাত্ররা তাকে ডাকাডাকি করে কিন্তু প্রশান্তের সারা না পেয়ে দরজা ভেঙ্গে ঢুকে দেখেন সে ঝুলছে।তারপর কেন্দ্রীয় ছাত্রাবাসের আধিকারিকদের ফোন করে জানান। তারা পরে ছুটে এসে পুলিশ প্রশাসনকে। পরে তার ঝুলন্ত দেহ নামিয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠান।কি কারনে প্রশান্ত আত্মহত্যা করল তা জানার চেষ্টা করছে পুলিশ।