নিজের স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তির দাবিতে স্কুল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রীদের।

0
1207

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:-  নিজের স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তির দাবিতে স্কুল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপিঠের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় গোপীবল্লভপুরের নয়াবসান হাইস্কুল চত্বরে। ছাত্রছাত্রীদের বিক্ষোভ সামাল দিতে স্কুল চত্বরে মোতায়েন পুলিশ বাহিনী। জানা গেছে এদিন গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপিঠ এবং নয়াবসান বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা নয়াবসান জনকল্যাণ বিদ্যাপিঠে ক্লাস ইলেভেনে ভর্তির দাবিতে বিক্ষোভ দেখায়। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ নিজেদের স্কুল এবং একদম পাশে থাকা বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভর্তি্র সুযোগ না দিয়ে বাইরের স্কুলের ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ দিচ্ছে।ফলে সমস্যায় পড়ছেন স্কুলেরই ছাত্রছাত্রীরা।কারণ নিজের স্কুলে ভর্তি হতে পারবে এই আশায় আন্দোলনকারী ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত অন্য কোন স্কুলে ভর্তির আবেদন করেনি।তাই এদিন ভর্তির দাবিতে স্কুল চত্বরে বিক্ষোভে সামিল হন মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা। স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ নিজেদের স্কুলের ছাত্রছাত্রীদের ভর্তি না নিয়ে অপেক্ষাকৃত কম নাম্বার পাওয়া অন্য স্কুলের ছাত্রছাত্রীদের ইলেভেনে ভর্তি নিচ্ছে শুধু জাতিগত কোটার কথা বলে কিন্তু নিজের স্কুলের ছাত্রছাত্রীরা বেশি নাম্বার থাকা সত্ত্বেও জেনারেল কেটাগরির কারণে ভর্তি নেওয়া হচ্ছে না।তবে ছাত্রছাত্রীদের এই বিক্ষোভ আন্দোলন নিয়ে স্কুল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানতে চাইলে নয়াবসান জনকল্যাণ বিদ্যাপিঠের প্রধান শিক্ষক তুষার কান্তি মহাপাত্র সংবাদ কর্মীদের কোন প্রকার প্রতিক্রিয়া দিতে বাধ্য নয় বলে সাফ জানিয়ে দেন।