গ্রামীণ রাস্তার অবস্থা বেহাল, ফলে চলাচলের অযোগ্য।

0
378

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের পাঁচ মাইল থেকে মাদারিহাট ব্লকের রাঙ্গালিবাজনা পর্যন্ত প্রধান মন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার দক্ষিণ দেওগাঁয়ের ভাঙার পারে নির্মাণ করা হচ্ছে পাকা সেতু। জায়গার অভাবে তৈরি করা হয়নি উপযুক্ত ডাইভারশন। ফলে এই রাস্তার বেশিরভাগ গাড়ি পশ্চিম দিকে ঘুর পথে গ্রামীণ এলাকা দিয়ে যাতায়াত করছে। বৃষ্টি নামায় সেই গ্রামীণ রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে।ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সেই রাস্তা।প্রতিনিয়ত ফেঁসে যাচ্ছে মালবাহী গাড়ি সহ অন্য যাত্রীবাহী গাড়ি। বিপাকে পড়েছেন গাড়ির চালক সহ এলাকাবাসী। গাড়ি চালকদের অভিযোগ, উপযুক্ত ডাইভারশন না বানানোর ফলে ঘুর পথে গ্রামীণ রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়।একদিকে যেমন বেশি তেল লাগে অন্য দিকে গাড়ি ফেঁসে গেলে সেটি তুলতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। ফলে লাভের থেকে ক্ষতিই বেশি হচ্ছে।এদিকে গ্রাম বাসীদের অভিযোগ সেতুর কাজ শুরু হওয়ায় বেশিরভাগ গাড়ি দক্ষিণ দেওগাও এলাকা দিয়ে ঘুরে যায়।এরফলে বেহাল হয়ে পড়েছে এলাকার রাস্তা।যাতায়াতে ভীষণ সমস্যা হচ্ছে গ্রামবাসীদের। সবচেয়ে সমস্যায় পড়তে হয় রুগী নিয়ে। ফলে দ্রুত রাস্তা সারাই করা না হলে গাড়ি যাতায়াত বন্ধ করে দেবেন গ্রামবাসী। এই বিষয়ে দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রহিফুল আলম জানান, বৃষ্টির জন্য বালু পাথর আনা সম্ভব হচ্ছে না।বৃষ্টি কমলে রাস্তা সারাইয়ে হাত দেওয়া হবে।