আবদুল হাই,বাঁকুড়াঃ ফের যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ায়। মৃতদের নাম কৃশানু পরামানিক ও দিয়া লাই। দু’জনের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বয়সের মধ্যে। শুক্রবার সকালে বাঁকুড়া সদর থানার বেলবনি সংলগ্ন উপর বাঁধ এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বেলবনি গ্রামের কৃষ্ণ পরামানিকের সঙ্গে লাদকা গ্রামের প্রিয়া লাইয়ের প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। এদিন সকালে স্থানীয়দের কয়েকজন জঙ্গলে পাতা কুড়োতে গিয়ে একটি গাছে যুগলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দু’টি উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত ও মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।
Leave a Reply