নবদ্বীপ পৌরসভা মোড়ে এক প্রতিবাদী বিক্ষোভ পথসভা করা হয় বিজেপির পক্ষ থেকে।

0
204

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর পোস্ট করার অভিযোগে বৃহস্পতিবার রাতেই নবদ্দীপ প্রাচীন মায়াপুর এলাকা থেকে বিজেপির যুব নেতাকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ। তারই প্রতিবাদে শুক্রবার দুপুরে নবদ্বীপ পৌরসভা মোড়ে এক প্রতিবাদী বিক্ষোভ পথসভা করা হয় বিজেপির পক্ষ থেকে। এদিনের পথসভা উপস্থিত ছিলেন বিজেপির জেলা উত্তরের সভাপতি অর্জুন বিশ্বাস সহ জেলা মিডিয়া কনভেনার সন্দীপ মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন সিদ্ধার্ত নস্কর, নবীন চক্রবর্তী, অপর্ণা নন্দি সহ একাধিক কর্মী সমর্থক ও জেলা নেতৃত্ব। রাজ্যের শাসক দল তৃণমূলের অঙ্গুলি নিধনে যুবনেতা তন্ময় কুন্ডুর বিরুদ্ধে কোনো রকম এফআইআর ছাড়াই তাকে গ্রেপ্তার করেছে নবদ্বীপ থানার পুলিশ। অবিলম্বে তাকে মুক্তি না দিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে ভারতীয় জনতা পার্টি বলে এদিনের পথসভা থেকে জানান বিজেপির নদীয়া জেলা উত্তরের সভাপতি অর্জুন বিশ্বাস।