আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা গ্রামের ভগলদিঘি পাড়ায় মা মনসার মন্দির নতুন করে নির্মাণ করার জন্য ভগলদিঘি পাড়ার সকল বাসিন্দাদের অর্থ সাহায্য এবং পাশাপাশি বসবাসকারী সব সম্প্রদায়ের সকল মানুষের অর্থ সাহায্যে নির্মাণ সম্পূর্ণ হয় দেবী মায়ের মন্দির আর সেই মন্দিরে মা মনসার অভিষেক হল আজ অগণিত ভক্ত জল এনে মায়ের মাথায় ঢেলে। আজকের এই অভিষেক অনুষ্ঠানে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠলেন আট থেকে আশি সকলেই।