গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হয়েছে ১০২.৪০ মিমি।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হয়েছে ১০২.৪০ মিমি। হাসিমারা ২৩১.০০ মিমি। ৫,৮,১৫,১৮, দ্বীপচর সহ বিস্তীর্ণ এলাকায় জল।বিদ্যাসাগর পল্লীতে কোমর জল।নামানো হচ্ছে নৌকা। স্লইস গেট বন্ধ হলে ও স্লুইস গেট দিয়ে শহরে জল ঢুকছে। বিদ্যাসাগর পল্লীতে রয়েছেন ২৫০ পরিবার।কালজানি নদীতে যে হারে জল বাড়ছে তাতে উদ্বেগে জলবন্দী মানুষজন।তাদের উদ্ধারে নৌকা নামানো হচ্ছে।লোকজন ভয়ে আতঙ্কে ইতিমধ্যে বাধের রাস্তায় আশ্র‍্য় নিয়েছেন। ক্ষুদ্ধ জল বন্দী পুর নাগরিকরা। এদিকে শনিবার সকাল থেকে আলিপুরদুয়ার জলমগ্ন এলাকা পরিদর্শন করছেন মহুকুমা শাসক ও আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রশেনজিৎ কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *