ভালো বিক্রির আশায় মহিষাদলের রথে কাঁঠাল বিক্রি করতে ভিন রাজ্যের কাঁঠাল ব্যবসায়ীরা।

0
334

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  রথের সাথে কাঁঠালের সম্পর্ক এখন গভীর। রথের কয়েকদিন আগে থেকে বিক্রির আশায় পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের প্রাচীন রথে কাঁঠাল নিয়ে হাজির হয়েছেন ভিন রাজ্যের কাঁঠাল ব্যবসায়ীরা। গত দু বছর কোভিডের কারনে সেইভাবে কাঁঠাল বিক্রি হয়নি।কোভিড পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল।মহিষাদলের প্রাচীন রথের মেলাও হচ্ছে এবার। তাই মহিষাদলের রথের মেলায় কাঁঠাল বিক্রির আশায় নদীয়া, মুর্শিদাবাদ,হুগলি সহ অন্যান্য জেলার কাঁঠাল ব্যবসায়ীরা তাদের উৎপাদিত কাঁঠাল নিয়ে হাজির হয়েছে মহিষাদলে। আগামী ১লা জুলাই রথযাত্রা। সেই রথযাত্রার আগে যাতে ভালো বিক্রি হয় তাই আগে থেকেই ব্যবসায়ীরা কাঁঠাল নিয়ে হাজির হয়েছেন। মহিষাদলের পুরাতন বাজার এলাকায় এবং মহিষাদল রাজবাড়ীর আম্রকুঞ্জে কাঁঠালের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। এবছর কাঁঠাল ভালো হয়েছে। তবে বিক্রি কতটা হবে সেদিকে তাকিয়ে ব্যবসায়ীরা। এবছর ৫০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত দামের কাঁঠাল পাওয়া যাচ্ছে। পাইকারি ও খুচরা দামেও বিক্রি করা হচ্ছে। শুক্রবার সকাল থেকেই মহিষাদলের দুটি জায়গাতেই ভীড় জমাচ্ছেন ক্রেতারা।