বুধবার স্বাস্থ‍্য দফতরের উদ‍্যোগে চাঁচলের নুরগঞ্জে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন হল এক উপস্বাস্থ‍্য কেন্দ্রের।

0
246

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-  বুধবার স্বাস্থ‍্য দফতরের উদ‍্যোগে চাঁচলের নুরগঞ্জে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন হল এক উপস্বাস্থ‍্য কেন্দ্রের।উদ্ধোধন করেন নোডাল অফিসার শুভাশিষ বড়ুয়া।উপস্থিত ছিলেন চাঁচল-১ নং ব্লক স্বাস্থ‍্য আধিকারিক আখতার হোসেন, চাঁচল-১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ওবাইদুল্লাহ আহমেদ চৌধুরী,চাঁচলের যুগ্ম বিডিও শ‍্যামল দাস ও স্থানীয় পঞ্চায়েত সদস‍্য ইউসুফ আলি সহ প্রমুখরা।

এই কেন্দ্র থেকে নুরগঞ্জ,আলিগঞ্জ,রামনগর,দামুয়া
,শহরবাগ ও দেবপুর সহ ছয়টি গ্রামের প্রায় চার হাজার মানুষ পরিষেবা হাতের নাগালে পাবেন বলে স্বাস্থ‍্য দফতর সূত্রে খবর।এলাকায় কোনো উপ স্বাস্থ‍্য কেন্দ্র না থাকায় গর্ভবতী মায়েদের ছুটতে হত প্রায় সাত কিমি দূরে মুলাইবাড়ীতে।দীর্ঘদিন ধরেই এলাকায় উপ স্বাস্থ‍্য কেন্দ্রর দাবি জানাচ্ছিলেন বাসিন্দারা।এদিন মতিহারপুর পঞ্চায়েত এলাকার কুশমাই গ্রামেও একটি উপ-স্বাস্থ‍্য কেন্দ্রের উদ্ধোধন করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য রাজ‍্যের গ্রামীণ স্বাস্থ‍্য পরিকাঠামো চাঙ্গা করতে মুখ‍্যমন্ত্রী মমতা বন্ধোপাধ‍্যায় নতুন উপ-স্বাস্থ‍্য কেন্দ্র চালু ও স্বাস্থ্য কেন্দ্র গুলির মানকে ত্বরান্বিত করতে উদ‍্যোগী হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here