পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লক স মিল সংযুক্ত ও লোডিং আনলোডিং শ্রমিক সংগঠনের উদ্যোগে চন্দ্রকোনারোড বনবিভাগের অফিসে কর্মস্থানের দাবি নিয়ে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয় বৃহস্পতিবার, প্রসঙ্গত ব্লকের একাধিক অবৈধ কাঠ মিল বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, এর ফলে কার্যত দিশেহারা পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রায় কুড়ি হাজার শ্রমিকের, এই মত অবস্থায় সংসার চালাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে তাদের, তাদের দাবি অবিলম্বে কাঠ মিল চালু করা নচেৎ তাদের কাজের সুব্যবস্থা করতে হবে সরকারকে। তবে আগামী দিনে এইসব দাবিদাবা গুলি যদি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন শ্রমিক সংগঠনের কর্মী-সমর্থকরা।
সমিল সংযুক্ত ও লোডিং আনলোডিং শ্রমিক সংগঠনের উদ্যোগে চন্দ্রকোনারোড বনবিভাগে কর্মস্থানের দাবি নিয়ে স্মারকলিপি প্রদান।

Leave a Reply