অভিধান বিদ্যার প্রবাদপ্রতিম হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন।

0
190

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অভিধান বিদ্যার প্রবাদপ্রতিম হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিবস। পতিসরের সেরেস্তায় কাজ করতে করতেই রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর যোগাযোগ।
হরিচরণের ভাষাজ্ঞানে মুগ্ধ রবীন্দ্রনাথ তাঁকে দেন বাংলায় অভিধান রচনার পরামর্শ। সেই পরামর্শই শিরোধার্য করে বিরাট কর্মযজ্ঞে আত্মনিয়োগ করেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ চল্লিশ বছরের প্রচেষ্টায় শেষ পর্যন্ত প্রস্তুত হলো অজস্র প্রয়াসের ফলন – ‘বঙ্গীয় শব্দকোষ’।
গুরু-দক্ষিণা হিসেবে হরিচরণ রবীন্দ্রনাথকে অর্পণ করেছিলেন তাঁর ‘বঙ্গীয় শব্দকোষ’।
আজ এই মহান মানুষটির জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন রানাঘাট মফস্বল বাংলা সাহিত্য অকাদেমির সদস্যরা। রানাঘাট আনুলিয়া সংস্থার নিজস্ব কার্যালয়ে।
তার জীবন ও কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন হরিসাধন জোয়ারদার এবং শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কবিতাতে তাঁকে স্মরণ করেন বিজন কুমার রায় এবং গৌরাঙ্গকৃষ্ণ দে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here