বিবাদের জেরে বন্ধ ছিল মন্দিরের দরজা,দীর্ঘ পাঁচ মাস পর পুনরায় খুলল পাঁশকুড়ার গোপালচকের তারাপীঠ মায়ের মন্দির।

0
384

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  দীর্ঘ পাঁচ মাস পর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের চকগোপাল গ্রামের দ্বিতীয় তারাপীঠের তারা মায়ের মন্দিরের মূল দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হল। গ্ৰাম কমিটির সঙ্গে স্থানীয় বিবাদের জেরে মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছিলো গত ১৫ জানুয়ারি থেকে।মন্দির বন্ধ হয়ে গেলেও প্রতিদিন এই মন্দিরে বহু দর্শনার্থী আসতো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে।মাত্র একবছরে রীতিমতো জনপ্রিয় হয় সাধারন তারামায়ের ভক্তদের কাছে।মন্দির খোলার খবর পেয়েই সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেছে মন্দির চত্বরে।আসছেন জেলার বিভিন্নপ্রান্ত থেকে বহু ভক্ত।দীর্ঘ ৫ মাস মন্দির বন্ধ ছিল তাই বড়মা শান্তিধামের পক্ষ থেকে দুধ দিয়ে মন্দির ধুয়ে পরিস্কার করা হয়। এই দিন মন্দির কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পূজো করে নারকেল ফাটিয়ে মূল দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়।মন্দির খুলে দেওয়ায় খুশি ভক্তরা‌।মন্দির লাগোয়া বিভিন্ন দোকানপাট বন্ধ হয়েছিল, তারাও ধীরে ধীরে খুলতে শুরু করেছে। আবারও আগের মতো ছন্দ ফিরে এসেছে পাঁশকুড়ার দ্বিতীয় তারাপীঠ মন্দির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here