নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট জিআরপির তৎপরতায় উদ্ধার হলো ৩২ টি দামি মোবাইল। জিআরপি সূত্রে খবর চলতি জুন মাসে রানাঘাট জিআরপির অধীনে থাকা বিভিন্ন স্টেশন ও ট্রেনের মধ্যে থেকে এই ৩২ টি মোবাইল উদ্ধার করা হয়। আজ রানাঘাট জিআরপির পক্ষ থেকে এই মোবাইল গুলির প্রকৃত মালিকের হাতে মোবাইলগুলি তুলে দেওয়া হয়। রানাঘাট জিআরপির তৎপরতার নিজের মোবাইল আবার ফিরে পাওয়ায় খুশি সাধারণ যাত্রীরা।
রানাঘাট জিআরপির তৎপরতায় উদ্ধার হলো ৩২ টি দামি মোবাইল।

Leave a Reply