আরপিএফ এর উদ্যোগে বাইক র‍্যালি।

0
1216

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং :-  স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে অমৃত কা আজাদি কর্মসূচিতে মঙ্গলবার ক্যানিংয়ে আসেন শিয়ালদহ আরপিএফ এর একটি দল। মূলত চারটি ভাগে ভাগ হয়ে শিয়ালদহ শাখার বিভিন্ন স্টেশন গুলিতে পৌঁছান তাঁরা। মোটরসাইকেল র‍্যালির মাধ্যমে তাঁরা বিভিন্ন স্টেশনগুলোতে আসেন। এদিন ক্যানিংয়ে একটি দল যখন উপস্থিত হয় তখন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় ক্যানিং ষ্টেশন আরপিএফ এর পক্ষ থেকে।উপস্থিত ছিলেন ক্যানিং আরপিএফ আউট পোষ্টের আধিকারীক পঙ্কজ কুমার,এন কে পান্ডে,এ কে রাম,ইউ কে রায় সহ অন্যান্যরা । মূলত স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে যে সমস্ত ভারত মাতার বীর সন্তানরা যুদ্ধে বলিদান করে ভারতকে স্বাধীন করেছিল তাদের জন্যই মূলত এই কর্মসূচি। বিভিন্ন স্টেশনে তারা পরিক্রমা করে আগামী ১৪ ই অগাস্ট বিহারের চম্পারন যাবেন। এই চম্পারন থেকেই সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন মহাত্মা গান্ধী। চম্পারনে গান্ধীর মূর্তিতে মালা দিয়ে তারপর তারা পৌঁছাবেন লালকেল্লায়।
এ বিষয়ে আরপিএফের ইন্সপেক্টর বিজয় তিওয়ারি বলেন, সাধারণ মানুষ অনেকেই জানেই না যে কিভাবে ভারতের সেনারা যুদ্ধের সময় নিজেদের জীবন উৎসর্গ করে বলিদান দিয়েছিল। সেই সমস্ত মানুষদেরকে স্বাধীনতার ৭৫ বছর ধরে আরো আরেকবার স্মরণ করিয়ে দেওয়াই হলো আমাদের মূল উদ্দেশ্য।। মূলত ১৫ আগস্ট আমরা দিল্লির লালকেল্লার প্যালেট গ্রাউন্ড এ অংশগ্রহণ করব বিভিন্ন স্টেশন ঘুরে ঘুরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here