নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :- একুশে জুলাই শহীদ স্মরণসভায় ধর্মতলা চলো কর্মসূচীকে সামনে রেখে বৃহস্পতিবার গোপীবল্লভপুর ১নং ব্লক তৃণমূলের উদ্যোগে চেকপোস্ট থেকে কাপাশিয়া পর্যন্ত অনুষ্ঠিত হল পদযাত্রা।পরে গোপীবল্লভপুরের কাপাশিয়াতে পথসভা অনুষ্ঠিত হয়।এই পদযাত্রা ও পথসভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম এর প্রাক্তন সাংসদ ডাক্তার উমা সরেন, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবনাথ হাঁসদা, নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু,গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো, প্রাক্তন মন্ত্রী চুড়ামনি মাহাতো, গোপীবল্লভপুর১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্ব । অপরদিকে বৃহস্পতিবার বিকালে একুশে জুলাই এর শহীদ স্মরণে ধর্মতলা চলো কর্মসূচীকে সামনে রেখে নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানি এলাকায় পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয়। পদযাত্রা ও পথসভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস এর সভাপতি বিধায়ক দেবনাথ হাঁসদা, নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু ,গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো, তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু সহ আরো অনেকে । গোপীবল্লভপুর ও নয়াগ্রামে একুশে জুলাই এর সমর্থনে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত পদযাত্রায় এলাকার সর্বস্তরের মানুষ সামিল হয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি বিধায়ক দেবনাথ হাঁসদা বলেন একুশে জুলাই মানে আন্দোলন ,একুশে জুলাই মানে আবেগ, একুশে জুলাই মনে ভালোবাসা । তাই একুশে জুলাই জঙ্গলমহলের মানুষ দলে দলে কলকাতার ধর্মতলার শহীদ স্মরণ সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য শামিল হবেন। তাই সর্বস্তরের মানুষকে একুশে জুলাই ধর্মতলার সভায় যাওয়ার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার পদযাত্রা ও সভার আয়োজন করা হয়।
একুশে জুলাই এর সমর্থনে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোপীবল্লভপুর ও নয়াগ্রামে পদযাত্রা।

Leave a Reply