কুপার্স পুরসভা নির্বাচনের আগে সরকারি প্রকল্পের কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ।

0
183

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  গ্রীন সিটি মিশন প্রকল্পে প্রায় এক কোটি টাকা আর্থিক দুর্নীতি হয়েছে। এমনই অভিযোগ এনে তৃণমূল পরিচালিত কুপার্স পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে সরব হয়েছেন দলের এক সক্রিয় কর্মী। বিষয়টি নিয়ে পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের কাছেও লিখিত অভিযোগ হয়েছে। পুরসভা নির্বাচনের আগে শাসকদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আশায় বিপাকে পড়েছে জোড়া ফুল শিবির। যদিও প্রকল্পের দুর্নীতির অভিযোগ মানতে চাননি পুরসভার চেয়ারম্যান। অন্যদিকে পুরভোটের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দলকে কটাক্ষ করেছে বিজেপি।
তৃণমূল কর্মী অভিজিৎ হালদার বলেন, পুরসভার চেয়ারম্যান গ্রীন সিটি প্রকল্প সহ একাধিক প্রকল্পে আর্থিক দুর্নীতিতে যুক্ত। তার তথ্য প্রমাণও আমার কাছে রয়েছে। এতে সাধারণ মানুষের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি খারাপ হচ্ছে।তাই দলের স্বার্থেই আমি পুরসভার কার্যনির্বাহী আধিকারিককে লিখিত আকারে অভিযোগ জানিয়েছি।
পুরসভা কার্যনির্বাহী আধিকারিক তীর্থ মজুমদারের দাবি, একটি অভিযোগ জমা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগ, কিছুদিন আগে কুপার্স শহরে গ্রীন সিটি মিশন প্রকল্পে ক্লোজ সার্কিট ক্যামেরা সহ বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ হয়। সেই অর্থ ব্যয় করে শহরের ১২টি ওয়ার্ড-এর মোট ১১২ টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কথা ছিল। কিন্তু, ৭৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো হলেও, বাকি ৩৭টি ক্যামেরা লাগানো হয়নি। এছাড়া ওই ক্যামেরা লাগানোর জন্য ২০টি পোল বসানোর কথা ছিল। শহরে সিসিটিভি ক্যামেরাগুলি বৈদ্যুতিক পোলে লাগানো হয়েছে। এছাড়াও ওই ক্যামেরার জন্য বরাদ্দ দশ হাজার মিটার কেবল তারের কোনও হদিস মিলছে না। শুধু সিসিটিভি ক্যামেরায় নয় বিভিন্ন প্রকল্পে আর্থিক দুর্নীতি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here