চন্দ্রকোনারোড অডিটোরিয়াম হলে রিভিউ মিটিংয়ে বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব বিধায়ক তথা জেলা পরিষদের সহ-সভাপতি।

0
181

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের অডিটোরিয়াম হলে গড়বেতা এক নম্বর দু’নম্বর এবং তিন নম্বর ব্লকের বিডিও সহ সমস্ত প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে রিভিউ মিটিংয়ের আয়োজন করা হয়, মূলত এলাকার কি কি উন্নয়ন হয়েছে এবং কি কি কাজ এখনো পর্যন্ত বাকি রয়েছে সেইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়, উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানী, জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তরা সিংহ হাজরা, সহ-সভাপতি তথা বিধায়ক অজিত মাইতি সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এই দিন বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক আয়েশা রানী বলেন দ্রুততার সহিত কাজগুলি পূরণ করতে হবে এবং কোন দুর্নীতি নয় যদি কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি একাধিক দুর্নীতি নিয়ে সরব বিধায়ক তথা জেলা পরিষদের সহ-সভাপতি অজিত মাইতি, বাদ পড়েনি অবৈধভাবে গাছ কাটার ঘটনায়, তিনি বলেন যে যত বড়ই নেতা হোক না কেন তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে, পাশাপাশি একাধিক প্রসঙ্গ নিয়ে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হুঁশিয়ারি দিলেন তিনি, তিনি বলেন কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here